প্রকাশিত: Tue, Jul 4, 2023 11:47 PM
আপডেট: Mon, May 12, 2025 9:43 PM

[১]বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

রাশিদুল ইসলাম: [২] মার্কিন সংস্থা আলেফ এই গাড়িটির নির্মাতা। বিবিসি

[৩] ক্যালিফোর্নিয়ার আলেফ অ্যারোনেটিক্সে তৈরি ইলেকট্রিক গাড়িটি বিমানের মতোই টেক অফ ও অবতরণে সক্ষম।

[৪] ২০২২ সালে আত্মপ্রকাশ করেছিল গাড়িটি। যা রাস্তায় চলতে চলতে আকাশপথে উড়াল দিতে পারে। 

[৫] একবার চার্জ দিলে এই গাড়ি ১৭৭ কিমি আকাশপথে ও ৩২২ কিমি সড়কপথে পাড়ি দিতে সক্ষম।

[৬] গাড়িটির মূল্য ৩ লাখ মার্কিন ডলার। তবে এখনও এই গাড়ির বিক্রয়যোগ্য মডেলের নির্মাণ শুরু হয়নি। ২০২৫ সাল থেকে তা শুরু হওয়ার কথা রয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব